Screening Eye Camp
Only 20% people of Bangladesh live in urban area who gets modern eye care facilities whereas remaining 80% people live in the rural area who suffers from poor family income, illiteracy, lack of medical facilities, superstitious social system are the causes of 85% of total blind people live in rural area. Nearly 30% to 40% blind people come to hospitals or clinics for eye care facilities and the remaining people are untreated. To overcome all these, we conduct Mobile Eye Camps in the rural area in winter season at free of cost at the doorsteps of blind people with the support of ANDHERI HILFE, The Fred Hollows Foundation, Dutch Bangla Bank Foundation, Rotary International, Orbis International. These camps are organized in collaboration with the administration, local volunteers and social workers to render eye care services to the people. Mobile Eye Camps are sometimes a type of Field Hospital, temporarily set up in different rural areas of the country and equipped to undertake surgical procedure in an aseptic condition or sometimes a type of Screening Center, screen for cataract patients and transport them to the base hospital for surgical operation.
Leading Organization to support poor and ultra poor community of Bangladesh. Thank you for your kind contribution in Eye Health to prevent avoidable Blindness in Bangladesh.
Patient Statistics
Quality Comprehensive Eye Care for the underprivileged community of Bangladesh.
Core Objectives of SEC
- To reduce eye related problems, building awareness to the community people about eye care services.
- To lead a normal visionary life, providing general eye treatment to the underprivileged people.
- To restore eye vision, performing successful modern techniques cataract surgery.
- To lead lifelong happy moment, prevention of child age eye problem and giving curative measures at rural level.
- To make opportunity for eye treatment of very poor people.
- To develop a series of high and mid level medical team and administration for consistent services to this sector.
For Accessible, Affordable and Quality Eye Care Service please contact with us. You can also support our project and activities for the most vulnerable community of Bangladesh.
বিনামুল্যে ভ্রাম্যমান চক্ষুশিবির কার্যক্রমের অধীনে জার্মানীর আন্ধেরী হিলফী, দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন, অরবিস ইন্টারন্যাশনাল, ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ আর্থিক সহায়তায় চাঁদপুর ও আশপাশের জেলা সমুহে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ল²ীপুর, নোয়াখালী, শরীয়তপুর, নারায়নগঞ্জ, খাগড়াছড়ি, বান্দরবান, চট্রগ্রাম, মুন্সিগঞ্জ ও নরসিংদী) প্রতি বছর ১২০ বা ততোধিত সংখ্যক ভ্রাম্যমান চক্ষুশিবির আয়োজনের মাধ্যমে অত্র এলাকার প্রত্যন্ত অঞ্চলে চক্ষু রোগীদের সেবা প্রদান করা হয়। শুরু থেকে জুন ২০০৩ পর্যন্ত ছানিপড়া রোগীদের ইসিসিই পদ্ধতিতে অপারেশন ছাড়াও গøুকোমা ও অন্যান্য অপারেশন করা হতো। তবে জুলাই ২০০৩ সাল হতে ছানিপড়া রোগীদের এসআইসিএস পদ্ধতিতে লেন্স (আইওএল) প্রতিস্থাপনের মাধ্যমে অপারেশন করা হচ্ছে। এ প্রক্রিয়াটিকে আরো আধুনিকায়ন ও গুনগতমান সম্পন্ন অপারেশন নিশ্চিত করার জন্য দাতা সংস্থার পরামর্শ অনুযায়ী জুলাই ২০১০ হতে বিভিন্ন স্থানে স্ক্রীনিং ক্যাম্প আয়োজনের মাধ্যমে চোখে ছানিপড়া রোগীদের বাছাই করে নিজস¦ ব্যবস্থাপনায় হাসপাতালে এনে অপারেশন করে পুনরায় রোগীদেরকে বাড়ি পৌঁছে দেয়া হয়। পরবর্বীতে পোস্ট অপারেটিভ চিকিৎসাসহ ফলোআপ চিকিৎসা এবং ঔষধ ও কালোচশমা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
তথ্যকনিকাঃ
মোট ক্যাম্প ১,৫৮৬ টি
বহিঃ বিভাগ চিকিৎসা ১১,৩৬,৭০৭ জন
ঔষধ প্রদান ৮,৭৮,৩০৬ জন
চশমা প্রদান ১,৭৫,৬৬১ জন
ছানি অপারেশন ১,২৩,৮৪৬ জন
অন্যান্য অপারেশন ৩,৮৯২ জন
সহযোগী পার্টনারঃ
আন্ধেরী হিলফে জার্মানী, অরবিস ইন্টারন্যাশনাল ইউএসএ, দি ফ্রেড হলোস ফাউন্ডেশন অস্ট্রেলিয়া এবং ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন বাংলাদেশ