Screening at Vision Point

চক্ষু চিকিৎসা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র- ছাত্রীদেরকে দিনব্যাপি চোখের পরিচর্যা, চোখের রোগ সম্পকিত ধারনা এবং দৃষ্টিশক্তি সুস্থ রাখার বিষয়ে ধারনা প্রদানের লক্ষ্যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয় এবং বিদ্যালয়ে ভিশন পয়েন্ট স্থাপন করা হয়ে থাকে। এপর্যন্ত ১৫০ টি ভিশন পয়েন্ট প্রোগামের মাধ্যমে ১৯৭০ জন ছাত্র-ছাত্রীকে জনসচেতনতা কার্যক্রমের পাশাপাশি স্কীনিং  কার্যক্রমের আওতায় চক্ষু পরীক্ষা সেবা প্রদান করা হয়েছে।

How can we help you?

For Accessible, Affordable and Quality Eye Care Service please contact with us. You can also support our project and activities for the most vulnerable community of Bangladesh.

    This will close in 70 seconds