Diabetes Screening Camp

ভ্রাম্যমান ডায়াবেটিক রেটিনোপ্যাথি  স্ক্রিনিং কার্যক্রমঃ

ভ্রাম্যমান চক্ষুশিবির কার্যক্রমের অধীনে অরবিস ইন্টারন্যাশনাল ইউএসএ ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ আর্থিক সহায়তায় চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলে প্রতি বছর ৪০ বা ততোধিত সংখ্যাক ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং ক্যাম্প আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের চক্ষু রোগীদের আরোও উন্নত ও আধুনিক সেবা প্রদান করা সম্ভব হবে। জানুয়ারী ২০২৩ থেকে উক্ত ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়েছে এবং ক্যাম্পে আগত রোগীদেরকে বিনামূল্যে বিশেষায়িত চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, চোখের ফান্ডাস ফটোগ্রাফী, ছানি অপারেশন, পাওয়ার পরীক্ষা করে চশমা বিতরণসহ রেটিনা রোগীদের ইঞ্জেকশন, লেজার এবং ফলোআপ চিকিৎসা এবং ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।

তথ্যকনিকাঃ

মোট ক্যাম্প ০৯ টি

বহিঃ বিভাগ চিকিৎসা ৪,৮৯৬ জন

ঔষধ প্রদান ১,০৩৩ জন

চশমা প্রদান ৭২৪ জন

ছানি অপারেশন ৩৪১ জন

গøুকোমা অপারেশন ১৯ জন

ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিকিৎসা ১৬ জন 

সহযোগী পার্টনারঃ

অরবিস ইন্টারন্যাশনাল ইউএসএ

How can we help you?

For Accessible, Affordable and Quality Eye Care Service please contact with us. You can also support our project and activities for the most vulnerable community of Bangladesh.

    This will close in 70 seconds