DRISTI Eye Care Project
দৃষ্টি প্রকল্প
ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ আর্থিক সহায়তায় ২০ জুন’ ২০১৩ ইং হতে ভ্রাম্যমান চক্ষুশিবিরের মাধ্যমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম শুরু করা হয়। চাঁদপুরসহ আশপাশের জেলাসমূহে (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী ও শরীয়তপুর) প্রতি বছর এ কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গরীব ও অসহায় চক্ষু রোগীদের বর্হিবিভাগে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ ও চশমা প্রদান এবং চোখে ছানি পড়া রোগীদেরকে এসআইসিএস পদ্ধতিতে লেন্স (আইওএল) প্রতিস্থাপনের মাধ্যমে ছানি অপারেশন করা হয়। চক্ষুশিবির কার্যক্রমের আধুনিকায়ন ও গুনগত মানসম্পন্ন অপারেশন নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান চক্ষুশিবির হতে চোখে ছানিপড়া রোগীদের বাছাই করে হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতালে এনে অপারেশন করে পুনারায় গন্তব্যে পৌঁছে দেয়া হয়। উল্লেখ্য যে এক্ষেত্রে যাবতীয় চিকিৎসা যেমন বর্হিবিভাগীয় চিকিৎসা সেবা ও ঔষধ-চশমা, ছানি অপারেশন এবং প্রয়োজনীয় ঔষধ, কালো চশমা, থাকা খাওয়া এবং আসা যাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
For Accessible, Affordable and Quality Eye Care Service please contact with us. You can also support our project and activities for the most vulnerable community of Bangladesh.