Our Founder

Mazharul Haque Bhuiyan Founder

Mazharul Haque
সংক্ষিপ্ত পরিচিতি

নামঃ মরহুম আলহাজ্ব মাজহারুল হক ভূঁইয়া

পিতাঃ মরহুম আব্দুর রহমান ভূঁইয়া

মাতাঃ মরহুমা জাহারুন্নেছা বেগম

সংক্ষিপ্ত পরিচিতি

পেশাঃ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক

জন্মস্থানঃ ঢাকা জেলার বিক্রমপুর

জন্মঃ এপ্রিল ১৯১২ ইং

মৃত্যুঃ ২১ সেপ্টেম্বর ২০০১ ইং

মরহুম আলহাজ্ব মাজহারুল হক ভূইয়া ১৯১২ সালে তৎকালীন ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা মরহুম আব্দুর রহমান ভূইয়া পৈত্রিক ব্যবসায়িক সূত্রে বরিশালে আসেন এবং ব্যবসায়ী কর্মকান্ডের সঙ্গে বিভিন্ন সমাজসেবা মূলক কাজে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি তৎকালীন বরিশাল মিউনিসিপ্যালিটির কমিশনার নির্বাচিত হন। এছাড়াও তিঁনি বিক্রমপুরের বজ্রযোগিনী পরগনার জমিদার সারদা কিশোর গুহ, কালী প্রসন্ন গুহ ও দূর্গাচরন গুহ’র সালিশী জুরি বোর্ডের সদস্য ছিলেন।

মরহুম মাজহারুল হক ভূইয়া ১৯৩১ সালে মেট্রিকুলেশন পাশ করেন। তিনি মাত্র ১৬ বছর বয়সে তাঁর বাবাকে হারান। তখন পরিবারের বড় ছেলে হিসেবে তাঁকে পৈত্রিক ব্যবসাসহ পরিবারের যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। তাঁর দক্ষতা, আন্তরিকতা, নিয়মানুবর্তিতা ও আত্মনিয়োগের ফলে তিনি পারিবারিক ব্যবসায় উন্নতি সাধন করেন এবং পরবর্তীতে চাঁদপুর, বরিশাল ও ঢাকাব্যাপী ভূইয়া গ্রুপ অব কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং কোম্পানির চেয়ারম্যান হিসেবে আজীবন দায়িত্ব পালন করেন।

মরহুম মাজহারুল হক ভূইয়া বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি পূর্ব পাকিস্তান অভ্যন্তরীণ নৌপরিবহন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং স্বাধীনতা উত্তর সময়ে উক্ত সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ হিমায়িত খাদ্যগুদাম সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। চাঁদপুর, বরিশাল ও ঢাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার পাশাপাশি তিনি বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন। তিনি চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার মেম্বার এবং বাংলাদেশ রেড ক্রস সোসাইটির আজীবন সদস্য ছিলেন। তাছাড়া বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) ও ডায়াবেটিক সমিতির তিনি একজন পৃষ্ঠপোষক ও দাতা সদস্য ছিলেন। এছাড়াও তাঁর নেতৃত্বে বরিশালে ব্যবসায়ীদের নিয়ে তিনি “বরিশাল মার্চেন্ট ক্লাব” নামে একটি ক্রীড়া সংগঠন প্রতিষ্ঠা করেন এবং উক্ত ক্লাবে তিনি দীর্ঘদিন সভাপতির পদে আসীন ছিলেন।

১৯৮০ সালে তিনি পবিত্র হজ্বব্রত পালন করেন। চাঁদপুরের আমীরাবাদের প্রাক্তন জমিদার মরহুম আলহাজ্ব গোলাম মর্তুজা চৌধুরীর তৃতীয় কন্যা হামিদা বেগমের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২১ সেপ্টেম্বর ২০০১ ইং তারিখে তিনি ইন্তেকাল করেন এবং তাঁর সফল উত্তরাধীকারী হিসেবে সাত ছেলে ও তিন কন্যা রেখে গেছেন।

How can we help you?

For Accessible, Affordable and Quality Eye Care Service please contact with us. You can also support our project and activities for the most vulnerable community of Bangladesh.

Cataract lost my sight and it is difficult to move smoothly without assistance of others, but after operation I am comfortable in continuing my job and I can see everything clearly. So, it removes the burden of life by cataract surgery with support from ANDHERI HILFE

Yeasin Ali
Freedom Fighter, Chandpur, Bangladesh

Looking for a Best Eye Care Solution?

    This will close in 70 seconds